চুয়েটে প্রদীপ স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

চুয়েটনিউজ২৪ডেস্ক:

পর্যাপ্ত সুযোগ-সুবিধা, শিক্ষাসামগ্রী আর অর্থের অভাবে বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। ইচ্ছা থাকা সত্ত্বেও নিজেদের লালিত স্বপ্নগুলো অধরা থেকে যায় তাদের। সুবিধাবঞ্চিত এই শিশুদের মুখে হাসি ফোটাতে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম, চুয়েট ও বটবৃক্ষ নামক সংগঠন । চুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত ‘প্রদীপ’ স্কুলের প্রায় ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

আজ ১৭ই আগস্ট (রবিবার) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের মাঝে খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার ইত্যাদি প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম এর সভাপতি সোমেন দাশগুপ্ত বলেন, “আমাদের আজকের এই উদ্যোগ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি প্রতিশ্রুতি— যে আমরা সর্বদা সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আছি এবং থাকব। শিক্ষা যে কোনো জাতির মূল চালিকাশক্তি, আর তাই আমরা চাই প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক, নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক। চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম, চুয়েট সবসময়ই এমন মানবিক ও সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে, এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে।”

উল্লেখ্য, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ২০১৭ সালে গড়ে তুলেছিলেন বঞ্চিত শিশুদের স্কুল ‘প্রদীপ’। বর্তমানে সপ্তাহে তিন দিন চুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে চলে তাদের এই কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *