রোবো মেকাট্রনিক্স এ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাকিফ ও তানভীর

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স এ্যাসোসিয়েশনের (আরএমএ) ১২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই আগষ্ট(রবিবার) বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সভাটি অনুষ্ঠিত হয় । এতে সংগঠনটির ২০২১-২২ মেয়াদের কার্যকর কমিটি ঘোষণা করা হয়েছে । ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের(২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মোঃ সাকিফ উদ্দিন খান (প্রান্ত) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী এম. তানভীর আহমেদ রাসেল।

বিকেল ৫ ঘটিকায় সুপর্ণা সেন এবং সায়ন পালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক,তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ,মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুস সবুর এবং সহকারী অধ্যাপক মনোয়ার ওদুদ হৃদয় । অনুষ্ঠানে অতিথিগণ তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেন । এরপর সদ্যবিদায়ী  কমিটির সাধারণ সম্পাদক আলভি আহম্মদ সংগঠনের ২০২০-২১ সেশনের কার্যক্রম তুলে ধরেন ।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী কমিটির সকল সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। নতুন কমিটির সভাপতি মোঃ সাকিফ উদ্দিন খান সংগঠনের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *