চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীদের সংগঠন রংপুর ডিভিশন অ্যাসোসিয়েশন চুয়েটের ২০২২-২৩বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।রংপুর, নীলফামারি, পঞ্চগড়,দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট,কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা নিয়ে গঠিত চুয়েটের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন এটি। সংগঠনটির নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হানুল ইসলাম রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ওয়াজেদ আল ইসলাম।
এছাড়াও কমিটিতে মনোনীত অন্যরা হলেন সহ-সভাপতি গোলাম সাকলায়েন, সেতু সরকার,মাহাদী হাসান,মাহফুজুল হক,সিফাত সরকার,অনুপমা কুন্ডু, মুশফিকা মিপতি। সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয় এবং অর্থ সম্পাদক- মোহাম্মদ ওসামা সোহাগ ।
গত ২০ জুন মঙ্গলবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি আল আমিন ও সাংগঠনিক সম্পাদক সাঈদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নগর ও পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক দেবাশিস রায় রাজা, নিউক্লিয়ার ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হৃদয় মাসুম রানা।