যুক্তরাজ্যে দুটি সম্মানজনক পুরস্কার লাভ চুয়েট শিক্ষার্থীর

জেরিন সুলতানাঃ

যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় ও ইনোভেট ইউ.কে কর্তৃক আয়োজিত ইনোভেশন এওয়ার্ড – ২০২৩ এ বর্ষসেরা তরুণ বিজ্ঞানীর পুরষ্কার অর্জন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রব মাহিদ। মাহবুবুর চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (‘১৩ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ সময় অনুসারে ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়ে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে তিনি দুটি সম্মানজনক পুরষ্কারে ভূষিত হন। তিনি সেরা বিজ্ঞানীর পুরষ্কারের পাশাপাশি তার গবেষণা বছরের সেরা প্রজেক্ট হিসেবে নির্বাচিত হয়েছে।

তার গবেষণাটি ছিল “কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রেলওয়ে ট্র্যাকসাইডের উদ্ভিজ্জ পরিচালনা”। এই গবেষণার মাধ্যমে তিনি একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যা লাইডারের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে উদ্ভিদ শনাক্তকরণ, হ্যাজার্ড ক্যটাগরী, শ্রেণীবিন্যাস এবং স্বাস্থ্য মূল্যায়ন করা সম্ভব। তার এই গবেষণা সঠিকভাবে ব্যবহারে কৃষিকাজেও সাফল্য আনা সম্ভব।

মাহবুবুর পুরষ্কার প্রাপ্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই পুরস্কার পাওয়া আমার জন্য অনেক সম্মানের। এগুলি এই প্রকল্পে আমার সাথে কাজ করা পুরো দলের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ক্রমাগত নতুন জিনিস শিখতে হবে। এটি আমাদের একটি টেকসই পৃথিবী গড়ে তোলার স্বপ্ন পূরণে সাহায্য করবে।”

উল্লেখ্য, এই অনুষ্ঠানে প্রতি বছর যুক্তরাজ্যের সকল বিজনেস রিসার্চ প্রজেক্টকে শর্টলিস্ট করে প্রথম ৩জন নির্বাচন করা হয়। এবং পরবর্তীতে এদের মধ্যে সেরা জনকে নির্বাচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *