
নিজস্ব প্রতিবেদক//
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের আয়োজনে বর্ণিল অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত উদযাপিত হল স্থাপত্য দিবস । আজ সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিন ব্যাপি অনুষ্ঠানমালার শুরু হয় । সকাল এগারোটায় কেন্দ্রীয় মিলনায়তন থেকে হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে আবার মিরনায়তনে ফিরে আসে আনন্দ র্যালিটি । র্যালিতে অংশ নেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, উপ উপাচার্য অদ্যাপক মো. রফিকুল আলম, স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মঈনুল ইসলাম, অধ্যাপক ড. বদিউস সালাম সহ প্রমূখ। এছাড়া বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী বর্ণিল টি শার্ট পড়ে র্যালিকে আরো প্রাণবন্ত করে তুলে।

এরপর কেন্দ্রীয় মিলনায়তনের ভিতরে এক প্রকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় চুয়েট উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নবীন নবীন পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে স্থাপত্যশৈলী গড়ে তোলার পরামর্শ দেন। এবারের আয়োজনে ভ্রাম্যমাণ স্থাপত্যকৌশলের উপর একটি প্রতিযোগিতা করা হয়েছিলো। প্রদর্শনীতে মোট ৩০ টি দলের প্রকল্প প্রদর্শিত হয়েছে। প্রদর্শনী শেষে বিকাল তিনটায় শুরু হয় স্থাপত্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচ।
গতবারের মত এবারও দিবসটি উদযাপনের একটি বিষয় নির্ধারণ করা হয়। এবারের বিষয়বস ছিল ‘রঙ’। বিষয় সম্পর্কে স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদুল আলম বলেন, বিভিন্ন রঙের মিশ্রণে যেমন নতুন নতুন রঙ তৈরি হয় তেমনি আমাদের সবার সম্মিলিত চেষ্টায় জন্ম নিবে অনন্য সৃজনশীলতা । আর তাই আমাদের এবারের আয়োজনের বিষয়বস্তু রঙ নির্ধারিত হয়েছে। সন্ধ্যায় পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপি কার্যক্রম শেষ হয়।
তারিখঃ ২৯.০৩.১৫