বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষা সমাপনী উৎসব শুরু

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব ‘একত্রয় র‍্যাগ ২০১৮’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য তিনদিনব্যাপী এই আয়োজন শুরু হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে আসে শেষ হয়। এরপর গোলচত্বরে কেক কেটে এবং বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এরপর বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম নগরের জামালখান মোড় থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে রঙ উৎসব, ফ্লাশ-মব এবং সন্ধ্যায় ডিজে পার্টির মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হবে।

শুক্রবারে দ্বিতীয় দিনে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিন শনিবার বিকেল থেকে পুরো রাতজুড়ে চুয়েট মাতাবে ওয়ারফেজ, আর্বোভাইরাস সহ ১৬টি জনপ্রিয় ব্যান্ড দল।

তারিখঃ ২৬/০৪/২০১৮ ইং