নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জে আঞ্চলিক শীর্ষ তিন স্থানই চুয়েটের দখলে

আকিফা মনজুর তিশা:

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা -নাসা আয়োজিত ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ২০২৫ এর আঞ্চলিক পর্বে শীর্ষ তিন স্থান দখল করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তিনটি দল। গত ৬ ও ৭ অক্টোবর নাসার এই স্পেস অ্যাপ চ্যালেঞ্জটির চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হয়।  

শীর্ষ বিজয়ী তিন দলের মধ্যে টিম “এক্সভিশনারিস”  দলটি চ্যাম্পিয়ন, টিম “চুয়েট মঙ্গলচারী” প্রথম রানার আপ ও টিম “মেটেওর গার্ডিয়ান’ দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

জানা যায়,  মহাকাশ, পরিবেশ রক্ষা, সৌরমণ্ডল, মঙ্গলগ্রহ যাত্রাসহ  ইত্যাদি বিষয়ে বিভিন্ন সমস্যার যৌক্তিক ও টেকসই সমাধান প্রদানের মাধ্যমে দলগুলো আঞ্চলিক পর্যায়ে বিজয়ীর খেতাব লাভ করে। পরবর্তীতে বিজয়ী এ দলগুলোকে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতার জন্যও নির্বাচন করা হবে বলে জানান প্রতিযোগিরা।

চ্যাম্পিয়ন দল এক্সভিসোনারিস ’-এর সদস্যবৃন্দ হলেন- জান্নাতুল নাঈম ইসমি (টিম লিডার ও ভিডিও এডিটর), শাওলী বোস (রিসার্চার), প্রিয়া দেব (রিসার্চার), মো. হাবিবুল্লাহ গালিব (UI/UX ডিজাইনার), এবং আসিফ হাসান (ওয়েব ডেভেলপার)। উক্ত টিমের দলনেতা জান্নাতুল নাঈম ইসমি তার অনুভূতি প্রকাশ করে বলেন, টিম তৈরি করা থেকে প্রজেক্ট জমাদান পর্যন্ত সময়টা ছিল একেবারে রোলারকোস্টার রাইড। সেমিস্টারের শেষ সপ্তাহগুলোর ব্যস্ততা আর পূঁজার ছুটির মাঝেও আমরা দারুণভাবে প্রজেক্ট জমা দিতে পেরেছি। টিমের বুঝাপড়া আর যোগাযোগই বিজয়ের আসল কর্ণধার।

চুয়েটের আরেকটি দল ‘চুয়েট মঙ্গলচারী’ উক্ত প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে। দলটির নেতৃত্বে ছিলেন শাফকাত নাওয়াজ চৌধুরী। সঙ্গে ছিলেন আতিকুর রহমান , সাদাত হোসেন রনি ও সাইফুল্লাহ সাইমুন, আবরার আহনাফ করিম, এবং আহমাদ সাফওয়ান সামি।  দলনেতা শাফকাত নাওয়াজ বলেন, প্রতিযোগিতাটা অনেক শিক্ষণীয় ছিলো। নাসার ওপেন সোর্স অসংখ্য ডেটা কিভাবে গেমিফিকেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আমরা সেই কাজটি করেছি।

২য় রানার আপ টিম মিটিওর গার্ডিয়ান -এর সদস্যরা হলেন, ওয়ারিসা রাবায়েত (দলনেতা ও ভিডিও এডিটর), কাজি নাবিলা রাইসা (গবেষক), দীপান্নিতা পল অর্ণি (গবেষক) এবং কৃষ্ণেন্দু বড়ুয়া (ওয়েব ডেভেলপার)।

উল্লেখ্য, নাসার এই স্পেস অ্যাপ চ্যালেঞ্জ এবার ১০ম বারের মতো আয়োজিত হচ্ছে। বৈশ্বিক পর্যায়ে বিজয়ী দলগুলোর জন্য নাসার পক্ষ থেকে থাকবে যুক্তরাষ্ট্রে তাদের সদরদপ্তর ভ্রমণের সুযোগ সহ আরো অনেক বিশেষ সম্মাননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *