নাফ ট্যুরিজম পার্কে কেবল কার স্থাপনের জন্য চুয়েটের সঙ্গে পরামর্শ পরিষেবা চুক্তি স্বাক্ষর

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

নাফ ট্যুরিজম পার্কে কেবল কার স্থাপনের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সঙ্গে পরামর্শ পরিষেবা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

২১ মার্চ বেজা কার্যালয়ে এ চুক্তি সই করেন দুই পক্ষ। এ উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

নাফ ট্যুরিজম পার্কে পর্যটক আকষর্ণ এবং সুদৃশ্য নেটং পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠা জালিয়া দ্বীপকে মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করতে এই কেবল কার স্থাপনের উদ্যোগ নিয়েছে বেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ডিসেম্বরের মধ্যে এই পার্ক চালুর আহবান জানান। তিনি বলেন, নাফ ট্যুরিজম পার্ককে ঘিরে হবে সাবরাং ও সোনাদিয়া ট্যুরিজম চেইন।

এই পার্কে ঝুলন্ত ব্রীজ, রিভার ক্রুজ, ৫ তারকা হোটেল, সেন্টমার্টিনে ভ্রমণসহ থাকবে বিনোদনের নানা ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করা হয়।

সূত্রঃ সময় টিভি