চুয়েট সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির চুয়েট ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক

চুয়েটের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ২০১০-১১ বর্ষের সাধারণ সম্পাদকের সাথে বর্তমান কমিটির সদস্যবৃন্দ
চুয়েটের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ২০১০-১১ বর্ষের সাধারণ সম্পাদকের সাথে বর্তমান কমিটির সদস্যবৃন্দ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রথম আলোর তৎকালীন চুয়েট প্রতিনিধি  মেহেদী হাসান আজ মঙ্গলবার এক সংক্ষিপ্ত সফরে চুয়েটে আসেন। তিনি এ সময় বিভিন্ন শিক্ষক ও কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেন এবং চুয়েটের উত্তোরতর উন্নতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
এরপর চুয়েট সাংবাদিক সমিতির বর্তমান কমিটির সাথে ক্যাম্পাসের শহীদ মিনারে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি বর্তমান কমিটির সদস্যদের সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন।
তিনি বলেন, বর্তমানে চুয়েট সাংবাদিক সমিতি যথেষ্ট ভালো করছে এবং আগামীতেও ভালো করবে। তিনি আরো বলেন সাংবাদিকতায় নির্ভীক ভাবে সত্য প্রকাশে সচেষ্ট হতে হবে। এটাই সাংবাদিকতার মূল আদর্শ।
তার সংক্ষিপ্ত সফরের সঙ্গী হয়েছিলেন চুয়েট সাংবাদিক সমিতির ২০১০-১১ কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান। তিনিও এসময় বিভিন্ন দিক তুলে ধরে ক্যাম্পাসে সাংবাদিকতার বিষয়ে আলোকপাত করেন।
উল্লেখ্য ২০০৬ সালের ১৬ ডিসেম্বর মেহেদী হাসানের নের্তৃত্বেই চুয়েট সাংবাদিক সমিতির সূচনা হয়।

বর্তমানে মেহেদী হাসান অস্ট্রেলিয়ার একটি নির্মাণ সংস্থায় উচ্চপদে   এবং ইমরান খান দেশের একটি নের্তৃত্বস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

তারিখ: 10.3.20015