চুয়েটে ‘রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন’ এর নতুন কমিটি ঘোষণা

সৈয়দ তাহমিদ হোসেনঃ

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রোবট গবেষণা বিষয়ক সংগঠন ‘রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন’ (আরএমএ) এর ২০১৮- ১৯ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি বরকত উল্লাহ মাসুম।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী শাহেদ মেহবুব, সহ- সভাপতি তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আসিফ সাবির।

এছাড়া প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আহসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফ শাহরিয়ার, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক বি.এম নাসিম রেজা এবং দপ্তর সম্পাদক পার্থ প্রতীম মিত্র নির্বাচিত হয়েছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ এবং অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম। বিদায়ী কমিটির সভাপতি বরকত উল্লাহ মাসুম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে সংগঠনটির বিগত বছরের কার্যবিবরণী তুলে ধরেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রেশাদ ইবন মমিন। তিনি বলেন, ৮ম কার্যকরী কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত ‘আর এম এ’ বেশ কিছু প্রযুক্তিগত ও সাংগঠনিক উন্নতি সাধন করে। সবচেয়ে বড় আয়োজন ছিল এক্সপিডিশাস’১৮, যা সারাদেশে রোবোটিক চর্চায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। গত বার্ষিক সাধারণ সভায় আমাদের উপর যে দায়িত্ব দেয়া হয়েছিল তা আমরা যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আশা করি নতুন কমিটি রোবোটিক্স চর্চার এ ধারা অব্যাহত রাখতে অগ্রণী ভুমিকা রাখবে।

তারিখঃ ১৮/০৯/২০১৮ ইং