চুয়েটে ভর্তি পরীক্ষায় শতকরা ৩৬ ভাগ অনুপস্থিত

CUET_logoনিজস্ব  প্রতিবেদক:
চট্টগ্রাম  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয় । ক ও খ বিভাগের লিখিত পরীক্ষা (এমসিকিউ) শুরু হয় সকাল দশটায়। খ বিভাগের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা শুরু হয় বিকাল তিনটায়। এ বছর বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত ১১ টি সহ মোট ৬৪১ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯৬৫ জন। এই বছর মোট ৮৭৩৭ টি ভর্তি আবেদন থেকে ৬২০৭ জনকে ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছিল। ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের ভর্তি ও পরামর্শ সহায়তায় ব্যস্ত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন গুলো। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. বদিউস সালাম জানান, “ ভর্তি পরীক্ষা খুবই নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোন রূপ অপ্রীতিকর ঘটনা ঘটে নি।” ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৭ নভেম্বর।  ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
তারিখ :  ০৮-১১-২০১৪