চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিতার্কিকদের সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির (চুয়েট ডিএস) আয়োজনে এক কর্মশালা আয়োজিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর, শনিবার, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে কর্মশালাটির প্রথম সেশন অনুষ্ঠিত হয়।
ছয় সেশন ব্যাপী কর্মশালাটির উদ্বোধন করেন চুয়েট ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর, ইনস্টিটিউট অফ টেকনোলজির সহকারী অধ্যাপক সৈয়দ আবু নাহিয়ান। কর্মশালাটিতে চুয়েটের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালাটির পরবর্তী সেশন আগামী ২৬ সেপ্টেম্বর, বুধবার অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে চুয়েট ডিএস-এর সাধারণ সম্পাদক শুভম দাস চুয়েটনিউজ২৪.কমকে বলেন, বিতর্কের প্রতি আগ্রহী নতুন সকলকে বিতর্কের জগতের সাথে পরিচিত করানোই এবারের কর্মশালার উদ্দেশ্য। কর্মশালার সবগুলো সেশন যেন সুন্দরভাবে শেষ হয় এমনটাই কামনা করছি।
তারিখঃ ২২.০৯.২০১৮ ইং।

