চুয়েটে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৮ মার্চ

CUET_logo

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ১৮ র্মাচ আগামী বুধবার শুরু হবে। আজ চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম অনুমোদিত এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান স্বাক্ষরিত একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ঐ দিন সকাল ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ঐ দিনই থেকেই তাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে।

উল্লেক্ষ্য, গত ২৬ ফেব্রুয়ারি ওরিয়েন্টেশন হওয়ার কথা থাকলেও গত ২২ ফেব্রুয়ারি জরুরী এক সভা ডেকে তা স্থগিত করা হয়ে ছিলো।

তারিখ- 11.3.2015