চুয়েটে নানান আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

4
আলোচনা সভায় চুয়েটের উপ উপাচার্যের সাথে অন্যান্য শিক্ষকবৃন্দ
1
চুয়েট ক্যাম্পাসের শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস-২০১৫ পালিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল কেন্দ্রিয় শহীদ মিনার ও চুয়েট ক্যাম্পাসে শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা দিবসের স্মৃতিচারণমূলক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ক্রিকেট ম্যাচ, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. স্বপন কুমার পালিত, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বদিউস সালাম, সহকারী ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: মইনুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। আলোচনা সভায় উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘শোষকের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা, আমরা আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। এ ছাড়াও চুয়েটের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানমালা।

IMG_4665
বঙ্গবন্ধু হলে গ্রাফিটি উন্মোচন করেন চুয়েটের উপ উপাচার্য

চুয়েট ছাত্রলীগ:

স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিটি শিল্প উন্মোচন, শর্টপিচ ক্রিকেট ম্যাচ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চুয়েটের বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি গ্রাফিটি চিত্র উন্মোচন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম। বিকালে বঙ্গবন্ধু হল, শহীদ মোহাম্মদ শাহ্ হল ও ড. কুদরত-ই-খুদা হলে ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এসব আলোচনা সভায় প্রভোস্টগণ ও নিজ নিজ হলের ছা্ত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রভোস্টগণ ও স্বস্ব হলের ছাত্রলীগ নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে কাজ করার আহ্বান জানান। এছাড়াও সন্ধ্যায় চুয়েট ছা্ত্রলীগ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি কনসার্ট আয়োজন করে।

চুয়েট ডিবেটিং সোসাইটিঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন চুয়েট ডিএস স্বাধীনতা দিবসে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর চুয়েটের গোলচত্বরে ‘মুক্তিস্মারক’ নামে একটি স্মারক ভাষ্কর্য স্থাপন করা হয়।  এরপর চুয়েট ডিএস, আইসিটি জিডিজি বাংলার উদ্যোগে গুগল ট্রান্সলেটরে ৪ লাখ নতুন বাংলা শব্দ যুক্তকরণের ক্যাম্পাস প্রোগ্রাম শুরু করে। একই সাথে ‘চুয়াল্লিশ চাকায় স্বাধীনতার ৪৪ বছর’ শিরোনামে একটি সাইকেল র‌্যালি আয়োজন করেছে। বিকালে দুঃসময় নামে একটি পথনাটক মঞ্চস্থ করা হয় এবং প্রেক্ষাপট নামে একটি ব্যতিক্রমী প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়।

 চুয়েট জয়ধ্বনিঃ

চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া আলোচনা সভার পরে একটি সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

চুয়েট চলচ্চিত্র সংসদঃ

চুয়েট চলচ্চিত্র সংসদ ২৫ মার্চ রাতে রূপালি পর্দায় একাত্তর নামে একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এছাড়া তাদের পক্ষ থেকে মুক্তিপত্র নামে একটি ভাঁজপত্র উন্মোচন করে।

চুয়েট সাংবাদিক সমিতি, চুয়েটের পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিস, রোবট গবেষণা বিয়য়ক সংগঠন আরএমএ এবং অ্যাসরো সহ চুয়েটের বিভিন্ন সংগঠন ও বিভাগ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।