চুয়েটে তথ্যপ্রযুক্তি বিষয়ক জাতীয় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দক্ষ গণণা ও তথ্য প্রযুক্তি বিষায়ক জাতীয় সম্মেলন (এনসিআইসিআইটি) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রযুক্তি বিষয়ক এ সম্মেলনের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের সর্বমোট ৩৬ টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগ সম্মেলনটির আয়োজন করে। উদ্বোধনী বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্বের প্রযুক্তি বাজারের সাথে তাল মিলাতে আমাদেরকে  প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে।’ আয়োজক সূত্রে জানা যায়, দেশ-বিদেশের ১৭ টি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিষয়ে নেতৃস্থানীয় গবেষক, বিজ্ঞানী এবং চিন্তাবিদদগণ সর্বাধুনিক তথ্য প্রযুক্তির উন্নতি সম্পর্কে ধ্যানধারনা  বিনিময় করেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুল ইসলাম। গণণা ভিত্তিক বাস্তব সমস্যার সমাধানে তিনি ‘Ôevalutionary path control strategy (EPCS)’  পদ্ধতির প্রস্তাব করেন। সম্মেলনের নির্বাচিত গবেষণাপত্রসমূহ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা জার্নালে (সিএসইআরজে) প্রকাশ করা হবে।
কম্পিউটার কৌশল বিভাগের প্রধান ড. কৌশিক দেবের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থপনা পরিচালক হোসনে আরা বেগম, চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান প্রমুখ।

২১.১১.২০১৩