চুয়েটে নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

সম্রাট চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক লেভেল-১ কোর্সের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অনুষ্ঠানে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব প্রমুখ বক্তব্য রাখেন।

চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এতে সভাপতিত্ব করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রগতি ও পরিচিতিমূলক একটি ভিডিওচিত্র দেখানো হয়।

নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, এখন থেকেই যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে নিজেদেরকে আত্মপ্রত্যয়ী হতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে খ্যাতিসম্পন্ন ও দেশবরণ্য প্রাক্তন শিক্ষার্থীদের তালিকায় নিজেদের অবস্থান সৃষ্টি করতে হবে। শুধুমাত্র শ্রেণী কক্ষের পাঠদান করা বিষয়ের ওপর নিজেদের আবদ্ধ করে রাখলে চলবে না।

তিনি আরো বলেন, তোমাদের সময়ানুবর্তিতা মেনে চলতে হবে। তাহলেই তোমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে।