চুয়েটের শহীদ তারেক হুদা হলে নবীণবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ-

নবীন প্রবীণের মিলনমেলায় শেষ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ তারেক হুদা হলের নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সম্মাননা। গত ২২ সেপ্টেম্বর হলের ডাইনিং রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, অধ্যাপক ড. মোঃ জিয়াউল হায়দার এবং ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীণ শিক্ষার্থীদের হলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়া অনুষ্ঠানে হলের পরিচ্ছন্নতাকর্মী, মালী, নিরাপত্তাপ্রহরী এবং বাবুর্চি পরিবেশনাকারীদের মাঝে পোশাক বিতরণ করা হয় । হলের শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আগ্রহী করানোর লক্ষ্যে বিগত সেশনে (২০২০-২১) বিভিন্ন বিভাগে মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী বলেন, বিদায়ী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের ধারক ও বাহক। তারা প্রকৌশল বিদ্যার বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করুক। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নবীনদের পথ পথচলায় মুখরিত হবে শহীদ তারেক হুদা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *