চুয়েট স্টাফ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

নাজমুল হাসানঃ-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্টাফ এসোসিয়েশনের নবনির্বাচিত ২০২৩-২৪ মেয়াদের কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২রা জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মিলনায়তনে উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত স্টাফ প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম।

প্রসঙ্গত, চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে জামাল-বিশ্বজিৎ পরিষদ পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছে। গত ১৫ই ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এতে সভাপতি পদে মো. জামাল উদ্দীনকে এবং সাধারণ সম্পাদক পদে বিশ্বজিৎ ভট্টাচার্য্যকে জয়ী ঘোষণা করা হয়।

এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীন অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আর সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদ বিশ্বজিৎ ভট্টাচার্য। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন মোহাম্মদ মুসা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, একাডেমিক শাখার সেকশন অফিসার মো. রুবেল মাহমুদ, ইইই বিভাগের সিনিয়র টেকনিশিয়ান মো. ফজলুল হক এবং নির্বাচন কমিশন সচিব কম্পট্রোলার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মেহেদী হাসান শাহ্কে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *