চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক ইনজিনিয়াস’২২ আয়োজিত

জেরিন সুলতানাঃ

শিক্ষার্থীদের গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং দক্ষতাকে উজ্জীবিত করতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলছে ইনজিনিয়াস’২২ প্রতিযোগিতা। চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের আয়োজনে চলছে এই প্রতিযোগিতা।

গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও ইডিটিং এই ২টি বিভাগে আয়োজিত হচ্ছে প্রতিযোগিতাটি। প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ-দের জন্য থাকছে মোট ৬ হাজার টাকা প্রাইজমানি । এর মধ্যে প্রতি বিভাগের বিজয়ী পাবেন ২ হাজার টাকা এবং রানার্স আপ পাবেন ১ হাজার টাকা। তাছাড়া বিজয়ী প্রার্থীগণ সরাসরি আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ এর সদস্য হওয়ার এবং জাতীয় পর্যায়ের সমস্যা সমাধান প্রতিযোগিতা ফেইস দ্য কেস ৩.০ এর আয়োজক কমিটির হয়ে কাজ করার সুযোগ পাবেন।

চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের ব্রাঞ্চ চেয়ার অপি দাস বলেন, “বর্তমান ডিজিটাল মার্কেটিং এর যুগে দক্ষ ডিজাইনারদের চাহিদা অনেক। চুয়েটের শিক্ষার্থীরাও প্রকৌশলবিদ্যার পাশাপাশি এসব বিষয়ে বেশ সফলতা অর্জন করছে। তাদের প্রতিভাগুলো কে সবার সামনে তুলে আনা এবং উৎসাহ প্রদানের জন্য আমরা আইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ হতে দ্বিতীয়বারের মতো ডিজাইন কম্পিটিশন “ইনজেনিয়াস’২২” আয়োজন করেছি। আশা করি আমাদের ক্যাম্পাসের সকল মেধাবী ডিজাইনার এতে অংশগ্রহন করে তাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে সক্ষম হবে।”

উল্লেখ্য গত ২৮শে ডিসেম্বর ২০২২ প্রতিযোগিতাটি শুরু হয়ে শেষ হবে আগামী ১৩ই জানুয়ারি ২০২৩ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *