ফাইয়াজ কৌশিকঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আজ ২৩ শে এপ্রিল (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রক্রিয়া শুরু হয়। এদিন আসন সংখ্যার বেশি শিক্ষার্থীর উপস্থিতি ছিল বলে জানা যায়।
এ পর্যন্ত সর্বমোট ৪৪৫ জন উপস্থিত হয়ে উক্ত কার্যক্রমে রিপোর্ট করেছে। উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে বিভাগ বরাদ্দ তালিকা আজ প্রকাশ করা হবে। আগামীকাল এ তালিকা থেকে উক্ত শিক্ষার্থীদের টাকা জমাদান পূর্বক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। পরবর্তী ধাপে ভর্তি প্রক্রিয়া হবে কি না এ ব্যাপারে ভর্তির পর জানা যাবে বলে জানা যায়।
এ ব্যাপারে ভর্তি কমিটির সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড.সুদীপ কুমার পাল চুয়েটনিউজকে জানান, ক-গ্রুপে ৪৩২ জন এবং খ-গ্রুপে ১৩ জন রিপোর্ট করেছে। আগামীকাল ভর্তির পর পরবর্তী ধাপের ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে জানানো হবে এবং এ সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি চুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৯ ফেব্রুয়ারি রাতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরবর্তীতে উক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ৯ই এপ্রিল প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। পর্যায়ক্রমে আসন খালি থাকা সাপেক্ষে আজ দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।