চুয়েটে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইপসিতা জাহান সুমাঃ
আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে “স্ট্রেনথেনিং সাইবার সিকিউরিটি: সেইফগার্ডিং ইউর ডিজিটাল ওয়ার্ল্ড” শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর একাডেমিক কাউন্সিল কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আসাদুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সেমিনারে রিসোর্স পারসন ছিলেন জন হ্যানকক ও ম্যানুলাইফের কন্ট্রোল ম্যানেজমেন্ট ও কন্ট্রোল গভর্নেন্স-এর সাইবার সিকিউরিটির পরিচালক জনাব নিজাম মাহমুদ। সেমিনার সঞ্চালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব তাইয়্যিবা তাহের। প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে উক্ত সেমিনার সম্পন্ন হয়।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সাইবার হুমকি , বিভিন্ন ধরনের সাইবার-আক্রমণ (যেমন, ফিশিং, র‍্যানসমওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং) সম্পর্কে ধারণা দেওয়া। এছাড়াও ব্যক্তিগত এবং সাংগঠনিক তথ্য রক্ষা , ডিজিটাল নিরাপত্তা বাস্তবায়ন, অ্যাপ্লিকেশন-সফটওয়্যারের সুরক্ষা, একটি কেন্দ্রীভূত এস আই ই এম প্রক্রিয়া তৈরি করা এবং সাইবার নিরাপত্তা গড়ে তোলা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারের বিষয়ে অধ্যাপক ড. আজাদ হোসেন বলেন, বর্তমান যুগে ডিজিটাল তথ্য চুরির প্রভাব খুবই মারাত্মক হতে পারে। তাই প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সাইবার বিষয়ে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। একই সাথে উৎসুক শিক্ষার্থীদেরকে এ বিষয় নিয়ে গবেষণা ও উচ্চতর শিক্ষার দিকে আকৃষ্ট করা এবং সর্বোপরি একটি নিরাপদ ডিজিটাল সিস্টেম গঠন করাই আমাদের উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *