চুয়েটে যাত্রা শুরু করলো আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন

মো. গোলাম রব্বানী:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মত যাত্রা শুরু করেছে চুয়েট আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম’। দেশের দক্ষিণ-পূর্বের জেলা পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি সহ অন্যান্য জেলা থেকে ভর্তি হওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রথম কোনো সংগঠন যাত্রা শুরু করল চুয়েটে।

চুয়েটের সমাপনী ব্যাচ থেকে শুরু করে চলমান চারটি শিক্ষাবর্ষে অধ্যয়নরত সকল আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করে। যেখানে উক্ত সংগঠনের নিবন্ধিত শিক্ষার্থীরা চুয়েটে অবস্থান কালে নানা প্রয়োজন, একাডেমিক ও পারিপার্শ্বিক সহযোগিতা পাবে সংগঠনের পক্ষ থেকে।

এদিকে নবগঠিত সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চুয়েটের পানি সম্পদ ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পলেন চাকমা। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সমাপনী বর্ষের শিক্ষার্থী অংকোকো এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন একই বিভাগের মংক্যজাই চাকমা।

এছাড়া সহ সভাপতি পদে ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন বিভাগের লুবনা চাকমা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উচ্চাস দেওয়ান কে নির্বাচিত করা হয়েছে ।

নতুন সংগঠনের যাত্রা লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে নবগঠিত কমিটির সভাপতি অংকোকো বলেন, “আদিবাসী শিক্ষার্থী ফোরামটি চুয়েটের আদিবাসী শিক্ষার্থীদের উদ্বেগ প্রকাশ করার, তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং তাদের অধিকারের পক্ষে সমর্থন করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। আমরা বিশ্বাস করি যে বৈচিত্র্যকে আলিঙ্গন করা এবং অন্তর্ভুক্তি প্রচার করা আমাদের প্রতিষ্ঠানের বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য।”

নতুন যাত্রাকে উদযাপনে এবং আদিবাসী ছাত্র ফোরাম চুয়েটকে সমর্থন করার মধ্য দিয়ে প্রাণবন্ত এবং অন্তর্ভুক্তিমূলক চুয়েট সম্প্রদায় তৈরির আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক মংক্যজাই চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *