ফাইয়াজ মুহাম্মদ কৌশিকঃ
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চিকিৎসা কেন্দ্রে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়েছে। আজ ১৮ই জুন (বুধবার), অত্র বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা কেন্দ্র কর্তৃক পেশাদার মনোবিজ্ঞানী দ্বারা কাউন্সিলিং সেবা প্রদান করা হবে। সময়সীমা হলো রবিবার থেকে বৃহস্পতিবার, দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। আগ্রহী সেবা প্রার্থীগণ রেজিস্ট্রেশন ফরম পূরণ করে নির্দিষ্ট এপয়েন্টমেন্ট এর মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবেন। ছাত্রীরা প্রয়োজন সাপেক্ষে স্ব স্ব হলে কাউন্সিলিং সেবা গ্রহণ করতে পারবেন তবে এপয়েন্টমেন্ট এর জন্য মেডিকেল সেন্টারে যোগাযোগ করতে হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড.মো. সাইফুল ইসলাম চুয়েটনিউজকে জানান, হল; বিভাগীয় প্রধান; এডভাইজর সহ অনেক শিক্ষকের কাছ থেকেই আমরা খবর পেয়েছি, আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন সময় মানসিক ভাবে বিপর্যস্ত থাকে। এমন চাহিদার প্রেক্ষিতে আমরা মনোবিজ্ঞানী নিয়োগ দিয়েছি। যাতে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও বজায় থাকে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান বলেন, বিশ্ববিদ্যালয়; বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে এ ধরণের উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে অনেক শিক্ষার্থীর একাডেমিক বা ব্যাক্তিগত কারণে মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে, যার দরুন পরবর্তীতেও তার স্বাভাবিক কাজকর্ম বা পড়াশোনায় এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে এই উদ্যোগটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে প্রশাসনের সর্বোচ্চ তদারকি ও সহায়তার জন্য আশা রাখছি।
কম্পিউটার ও বিজ্ঞান বিভাগের একই ব্যাচের আরেক শিক্ষার্থী সুরাইয়া পারভীন প্রান্তিকা জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া কাউন্সেলিং সেবা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় দারুণ একটি উদ্যোগ। প্রকৌশল পড়ালেখার চাপ, একাকীত্ব ও হতাশা কাটাতে এটি কার্যকর সহায়তা দেবে। কাউন্সেলিং মানে শুধু সমস্যা বলা নয়, বরং নিজেকে বোঝার একটি নিরাপদ সুযোগ। প্রশিক্ষিত মনোরোগ চিকিৎসকের সহায়তায় অনেকেই আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। এই পদক্ষেপ শিক্ষার্থীদের সার্বিক সুস্থতায় বিশ্ববিদ্যালয়ের যত্নের পরিচায়ক।