চুয়েটে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা; ভোগান্তি এড়িয়ে চলতে যা করণীয়

মো.ফাহিম রেজা : 

নতুন সেমিস্টারের ডিজিটাল কোর্স রেজিস্ট্রেশনের টাকা জমাদানের পদ্ধতি হালনাগাদ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( চুয়েট)। এতে যুক্ত করা হয়েছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। পূর্বের পদ্ধতিতে কোর্স রেজিষ্ট্রেশনের টাকা রকেটে মাধ্যমে জমাদানের পর পুনরায় ট্রানজেকশন আইডি প্রদান করার মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন হতো। তবে বর্তমান পেমেন্ট ব্যবস্থায় দূর হবে এই ভোগান্তি। 

হালনাগাদকৃত এই নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা যে কোন ডিজিটাল ব্যাংকিং সিষ্টেম ( যে কোন ব্যাংক কার্ড বা ডিজিটাল একাউন্ট) বা মোবাইল ব্যাংকিং ( বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) এর মাধ্যমে কোর্স রেজিষ্ট্রেশনের টাকা জমা দিতে পারবে। এই ব্যবস্থায় টাকা প্রদানের পর আর পুনরায় ট্রানজেকশন আইডি প্রদান করতে হবে না। 

যেভাবে কমবে ভুগান্তি :

নতুন এই ব্যবস্থায়  শিক্ষার্থীরা টাকা প্রদানের পর থেকে রেজিষ্ট্রেশন সম্পন্নের আগে পর্যন্ত একটা ওয়েব পেইজ ত্যাগ করতে নিষেধ করা হয়। কিন্তু শিক্ষার্থীরা অনেকসময় অসাবধানতাবশত পেইজটি ত্যাগ করে ফেলে। এতে তৈরি হয় বিড়ম্বনা। এই বিড়ম্বনা এড়াতে টাকা জমাদানের পর নির্দিষ্ট পেইজ ত্যাগ না করে  অপেক্ষা করলে ভোগান্তি এড়ানো সম্ভব। 

আবার অনেকসময় দূর্ঘটনাবশত শিক্ষার্থীরা টাকা জমা দেওয়ার পরেও তাদের জমা দেওয়া টাকা প্রদর্শিত হয় না এবং রেজিষ্ট্রেশন করতে পারে না । এক্ষেত্রে শিক্ষার্থীরা আরেকবার টাকা পরিশোধ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবে এবং প্রথমে জমাকৃত টাকার জন্য যথাযথ নিয়মে আবেদন করলে যাচাই-বাছাইয়ের পর তাদের ঐ টাকা ফেরত দেওয়া হবে। 

নতুন এই ব্যবস্থা সম্পর্কে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনের জন্য নতুন এই ব্যবস্থা করা হয়েছে। আমরা এই ব্যবস্থার আরো উন্নয়নের চেষ্টা করছি। পাশাপাশি আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সনদে ও গ্রেডশিটের জন্য অনলাইন ভিত্তিক আবেদনের ব্যবস্থা করার চেষ্টা করছি। আশা করি শীঘ্রই শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সনদপত্রের জন্য অনলাইনে আবেদন করলেই সনদপত্র ও গ্রেডশিট প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *