চুয়েটে কনক্রিট নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সাঈদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সেল্ফ কমপ্যাক্টিং কংক্রিট (SCC) বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) স্ট্যুডেন্ট চ্যাপ্টার-চুয়েট কতৃক আয়োজিত গতকাল শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।

সেমিনারটি এসিআই কর্তৃক দুইদিনব্যপী আয়োজিত ন্যাশনাল কনক্রিট ফেস্ট ২০২৩ এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে৷

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই চুয়েটের অনুষদ উপদেষ্টা এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক জি.এম. সাদিকুল ইসলাম।

সেমিনারে সেল্ফ কমপ্যাক্টিং কংক্রিট বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়৷ সেমিনারে এটি একটি উদ্ভাবনী কংক্রিট কম্প্যাকশন ছাড়াই কিভাবে স্থাপন করা হয় তা নিয়ে আলোচনা করা হয়।ভবিষ্যতে কিভাবে এই সম্পর্কিত গবেষণা ক্ষেত্র তৈরি করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়৷ সেল্ফ কমপ্যাক্টিং কংক্রিট বিষয়ে প্রাক্তন শিক্ষার্থীদের কিছু গবেষণা কাজ বর্তমান শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়৷

আয়োজকরা জানান, এসিআই চুয়েট সেল্ফ কমপ্যাক্টিং কংক্রিট সম্পর্কিত একটি প্রতিযোগিতা এই বছরের মাঝামাঝি সময়ে আয়োজনের পরিকল্পনা রেখেছে৷ এবারের সেমিনারটি পুরকৌশল বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল৷

সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা জানান, তারা এমন আয়োজনের জন্য এসিআই চুয়েটকে ধন্যবাদ জানায়। ভবিষ্যতেও এমন শিক্ষণীয় সেমিনারের আয়োজন দেখতে চান তারা।

এ নিয়ে এসিআই চুয়েট চ্যাপ্টারের সভাপতি মোসাদ্দেক হামীম চুয়েটনিউজ২৪ কে জানান, বিভিন্ন ধরনের কনক্রিট বিষয়ক আলোচনা সবসময় এসিআই’র অগ্রাধিকারে থাকে। পাশাপাশি চুয়েট শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমারা বিভিন্ন বিষয়ে কর্মশালার এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছি। আশাকরি আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু সেমিনার, প্রতিযোগিতা এবং তাৎপর্যপূর্ণ কার্যকলাপ সবার জন্য আয়োজন করতে পারবো৷ পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করার জন্য চুয়েটনিউজ২৪ডটকম কে ধন্যবাদ দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *