

কক্সবাজার থেকে রাকিবুল হাসান রাকিব
বর্তমান বিশ্বের আধুনিকতম প্রযুক্তি গুলোর সাথে পরিচয়ের লক্ষ্যে কক্সবাজারে আয়োজিত তিনদিনব্যাপী আইফস্ট ২০১৪ সমাপ্তি হলো কাল বৃহস্পতিবার। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) আয়োজনে এ সম্মেলনে বাংলাদেশসহ এশিয়ার আটটি দেশ অংশ নেয়। এ সব দেশ থেকে আগত গবেষক, প্রকৌশলী, বিজ্ঞানী,অধ্যাপক ও শিক্ষার্থীদের প্রায় ১২৫টি গবেষণা পত্র ও প্রায় ৪৫টি পোস্টার উপস্থাপিত হয়। আর এর মধ্যে দিয়েই শেষ হলো আইফস্ট ২০১৪ সম্মেলন। গতকাল এ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম খান, চুয়েট উপাচার্য ড. মে. জাহাঙ্গীর আলম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম।
সম্মেলনে উপস্থাপিত গবেষণা পত্রগুলোতে বিশেষভাবে ফুটে উঠে পরিবেশ কৌশল,অপরিকল্পিত নগরায়ন রোধ, ফলিত তড়িৎ ও কম্পিউটার কৌশল, পাওয়ার সিস্টেম, মাল্টিমিডিয়া ও মানব কম্পিউটার পারস্পারিক সম্পর্ক , কম্পিউটার নেটওর্য়াকিং ও তথ্য যোগাযোগ ,তারহীন নেটওয়ার্কিং, বিদ্যুৎ উৎপাদন, পেট্রোলিয়াম কৌশল, রোবটিক্স ও সয়ংক্রিয় যান,নবয়ানযোগ্য শক্তি, ন্যানোটেকনোলজি ও ডিজিটাল সিগন্যাল প্রসেসিং । এসব বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের অনুসন্ধান,ভবিষৎ পরিকলপনা, বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধানসহ এশিয়ার পিছিয়ে পড়া দেশগুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেন। এ ধরনের সম্মেলন থেকে বাংলাদেশের মত একটি উন্নয়নশীল দেশের প্রাপ্তিসম্পর্কে জানতে চাইলে,আয়োজক কমিটির সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক ড. কৌশিক দেব বলেন,‘দুর্যোগ পূর্বাভাস, বায়ুকলে শক্তি উৎপাদন,নবায়নযোগ্য শক্তি, অধিক কার্যকরি কংক্রিট,নগর ব্যবস্থাপনা আলোচিত বিষয় গুলোর কিছু বিষয়। বাংলাদেশ এই গবেষণা পত্র গুলো থেকে খুবই লাভবান হবে।’
এছাড়াও ইনস্টিটিউট অব ইলেকট্রিকাল ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স(আইত্রিপলই) এর বাংলাদেশ শাখার একটি বিশেষ উপস্থাপনা ছিলো । এসময় মানুষের চোখের রেটিনা এবং আঙ্গুলের ছাপের মাধ্যমে সয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেয়া হয়। এসকল গবেষণা পত্রের মধ্যে উৎকর্ষতার ভিত্তিতে আইত্রিপলই এর ডিজিটাল লাইব্রেরীতে স্থান পাবে কিছু পত্র। উল্লেখ্য, আইত্রিপলই এর ডিজিটাল লাইব্রেরী এমন একটি প্রকৌশল প্রকাশনা যা বিশ্বব্যাপী সমাদৃত।
আগামী বছর ইন্দোনেশিয়ার বালিতে আইফস্ট ২০১৫ এর পরবর্তি আসর বসবে।
তারিখ: ২৩.১০.১৮