কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নেতৃত্বে ফয়েজ ও দিনার  

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১লা জুন (বৃহস্পতিবার ) চট্টগ্রাম নগরীর চিটাগং ডাইন নামক কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভা,১৭ ব্যাচের বিদায় ও ২১ ব্যাচের নবীন বরণের আয়োজন করা হয়।

ছবির বামে থেকে সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও সম্পাদক আবদুল্লাহ ইমরান দিনার। ছবি-সংগৃহীত

এতে ২০২২-২৩ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি জাবেদ উদ্দীন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ ইমরান দিনার।

এছাড়াও সাকিফ ফরহাদ, কারনিজ ফাতেমা, আবু সায়েম , নিয়াজ উদ্দিন, মুশফিক উদ্দিন, আশরারুল হক ইউসা ও আসমা সিরাজ -সহ-সভাপতি, রাগিব ইশরাক প্রিন্স কোষাধ্যক্ষ এবং আব্দুর রহমান জিহাদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সনজয় দাশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) এর উপবিভাগীয় প্রকৌশলী সায়েদ পারভেজ সহ ফোরামের সাবেক ও বর্তমান সদস্যরা।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও সেক্রেটারি আবদুল্লাহ ইমরান দিনার বলেন,কক্সবাজার স্টুডেন্টস ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকে কক্সবাজার জেলা থেকে চুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে। তাছাড়া কক্সবাজারের বিভিন্ন স্কুল,কলেজে ফ্রি ক্লাস ও উচ্চশিক্ষা সম্পর্কে সেমিনার আয়োজন করে থাকে। তিনি তার বক্তব্যে আসন্ন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় চুয়েটে আগত শিক্ষার্থীদের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *