এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর নবীন শিক্ষার্থীদের বরণ

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ

আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট(এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে। বুধবার (০২ নভেম্বর) এই স্টুডেন্ট চ্যাপ্টারের আওতাভুক্ত পুরকৌশল বিভাগ, পানি সম্পদ কৌশল বিভাগ এবং স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

পুরকৌশল বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের অনুষদ এডভাইজার এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম।সঞ্চালনায় ছিলেন পুরকৌশল বিভাগের ২০১৯-২০শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুহায়ের মাহতাব ও মাইশা নাওয়ার সামান্তা।অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি মোসাদ্দেক হামীম।

শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম বলেন, কনক্রিট প্রযুক্তি বর্তমান বিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ। এই কনক্রিট প্রযুক্তির উৎকর্ষ সাধনের লক্ষ্যে এসিআই প্রতিষ্ঠিত হয়ছিল, এই উৎকর্ষের পথে শিক্ষার্থীদেরকেও সহযাত্রী করছে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার। প্রাতিষ্ঠানিক, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা অর্জনের জন্য নির্মাণ প্রকৌশল শাখার শিক্ষার্থীদের অবশ্যই এই সংগঠনের সাথে যুক্ত থাকা উচিৎ।

অনুষ্ঠানে সংগঠন সম্পর্কিত একটি প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর সেশন পরিচালনা করেন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট এর সহ-সম্পাদক জুশান আবদুল্লাহ এবং বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক তাসমিয়া রওনক ফেরদৌসী। তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি সংগঠনের সদস্য নিবন্ধন প্রক্রিয়া, কাজ, কর্মপরিকল্পনা, দক্ষতা উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষভাগে আমন্ত্রিত শিক্ষার্থীদের জন্য একটি রিক্রুটমেন্ট টেস্ট এবং অ্যাপ্যায়নের আয়োজন করা হয়।

নবীন শিক্ষার্থীরা সফলভাবে তাদের শিক্ষাজীবন পার করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং দেশের সুনাম অর্জনে ভূমিকা রাখবে এমনটাই আশা করছেন সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা।

প্রসঙ্গত, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কংক্রিট নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ প্লাটফর্ম যা প্রায় তিন বছর পূর্বে একটি অফিশিয়াল নির্বাহী কমিটির হাত ধরে গঠিত হয়েছিল এবং পরবর্তীতে ২০১৯ সালের শুরুতে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের অনুমোদন পেয়েছে ৷ দেশের সর্বপ্রথম কংক্রিট স্টুডেন্ট চ্যাপ্টার হিসাবে কংক্রিটের জ্ঞানের সাথে শিক্ষার্থীদের সমৃদ্ধ করার জন্য কাজ করছে সংগঠনটি৷ প্রতিষ্ঠার স্বল্পসময়ের মধ্যে সংগঠনটি দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য বেশকিছু সুনাম বয়ে এনেছে, যার মধ্যে রয়েছে ৮টি আন্তর্জাতিক পদক ও একটি করে আউটস্ট্যান্ডিং ও এক্সিলেন্ট ইউনিভার্সিটির খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *