ইবনে সিনার স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবে চুয়েট পরিবার

নাজমুল হাসান:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে ইবনে সিনা ট্রাস্টের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল ১২ই জুলাই ২০২৩ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চুক্তির আওতায় আগামী দুই বছর ইবনে সিনা ট্রাস্টের দেশের সকল শাখা থেকে চুয়েট পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বর্তমান ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যগণ বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবে । এই সুবিধার আওতায় প্যাথলজিক্যাল টেস্টে সর্বোচ্চ ৪০%, র‌্যাডিওলজিক্যাল টেস্টে ৩০% ও সকল ধরনের বেড ও ক্যাবিনের উপর ১০% পর্যন্ত ছাড়ের সুবিধা ভোগ করবেন।

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে সহকারী জেনারেল ম্যানেজার নিয়াজ মাখদুম শিবলী স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন।

এতে সাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে লিগ্যাল ও এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্টার এস.এম. মোখতারুল মোস্তফা এবং সহকারী রেজিস্টার মোঃ. জোবায়ের হোসেন এবং ইবনে সিনার পক্ষে সিনিয়র সহকারী ম্যানেজার (প্রশাসন) মুহিব্বুল্লাহ ও সিনিয়র সহকারী ম্যানেজার মোঃ. তৈয়্যুবুর রহমান স্বাক্ষর করেন। এ সময় চুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. ম.ক. জিয়াউল হায়দার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ. বশির জিসান উপস্থিত ছিলেন।

চুক্তির উল্লেখিত সুযোগ সুবিধা চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা পাবেন কিনা জানতে চাইলে চুয়েটের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “এ সুবিধা শুধু বর্তমান শিক্ষার্থীরা পাবেন। প্রাক্তনরা পাবেনা। বর্তমান শিক্ষার্থীরা সুবিধাটি নিতে চাইলে অবশ্যই তাকে বিশ্ববিদ্যালয় প্রদত্ত পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *