আবারও ‘ক্যারিয়ার ফেস্ট’এ মাতবে চুয়েট

নাজমুল হাসান:

আগামী ১লা জুন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত “ক্যারিয়ার ফেস্ট ২০২৩”। বরাবরের মতো এবারও উৎসবটি আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় সংগঠন ‘চুয়েট ক্যারিয়ার ক্লাব’।

তিনদিন ব্যাপী উৎসবের প্রথম দিন র‍্যালির মাধ্যমে আয়োজনের সুচনা হবে। এরপর থাকবে জীবন বৃত্তান্ত লেখা ও চাকরি সাক্ষাৎকার বিষয়ক সেমিনার। এই দিনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে দেশের কর্পোরেট জগতে সাফল্যের সাক্ষর রাখা প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনের লক্ষ্যে একটি মিলন মেলার আয়োজন।

দ্বিতীয় দিন বিদায়ী ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হবে। একই দিন বিসিএস ও উচ্চ শিক্ষা বিষয়ক ২টি পৃথক সেমিনার অনুষ্ঠিত হবে।

শেষ দিন উৎসবে যোগদানকৃত কোম্পানিগুলো জীবন বৃত্তান্তের ভিত্তিতে বাছাইকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিবে। আর, শেষে ‘ক্যারিয়ার টক’ নামক একটি সেমিনারের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

এ বিষয়ে চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহিদ হাসান বলেন, আমাদের অন্যতম প্রধান লক্ষ্য বিশ্ববিদ্যালয় ও শিল্পকারখানার মধ্যে যোগসূত্র স্থাপন করা। এ লক্ষ্য ধরে আমাদের এবারের ক্যারিয়ার ফেস্টের আয়োজন। যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের কথা শুনতে পাবে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কোম্পানিগুলোতে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে চাকরি নিশ্চিত এর সুযোগ পাবে।

এদিকে উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে ইতোমধ্যে সংগঠনটি চুয়েটনিউজ২৪.কম এর নাম ঘোষণা করেছে। আর, পুরো আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে হুয়াওয়ে এর নাম ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *