চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

তরিকুল হক জুম্মান :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন চুয়েটের কর্মকর্তাদের সংগঠন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের নেতারা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মকর্তাদের পক্ষে সভায় উপস্থিত ছিলেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: মকবুল হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোঃ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ-সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক, অর্থ সম্পাদক এ.কে.এম. কামরুল হাসান, ক্রীড়া, সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক মোঃ জিলহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রুবেল মাহমুদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুর নেওয়াজ, মহিলা বিষয়ক সম্পাদক নিবেদিতা দাশ, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু ও ছাত্রকল্যান দপ্তরের সেকশন অফিসার নুরুল আজিম জুয়েল।  

সাংবাদিক সমিতির পক্ষে সভায় উপস্থিত ছিলেন চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি তানবির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান আসলাম, সহ-সভাপতি জেরিন সুলতানা, সহ-সভাপতি মোহাম্মদ ফাহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসহাব লাবিব, অর্থ সম্পাদক সাইকা শুহাদা ও সাধারণ সদস্য মো. ফাহিম রেজা।

উক্ত সভায় সার্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর ‘প্রত্যয় স্কিম’ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক সুপারিশকৃত ‘কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা’ বাতিলসহ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ১২ দফা দাবি সংযোজনপূর্বক নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি চুয়েটের উন্নয়নমূলক বিভিন্ন কাজে দুই সংগঠন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় প্রকাশ করেন তাঁরা।

কর্মকর্তা সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম বলেন, আমরা চুয়েটকে এগিয়ে নিতে চাই। এতে সবাইকে সবার অবস্থান হতে এগিয়ে আসতে হবে। নিজেদের কার্যক্রম যথাযথভাবে পালনের মাধ্যমে এবং সব সংগঠনের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এটি সম্ভব।

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি তানবির আহমেদ চৌধুরী বলেন, সভায় বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। সাথে দুই সংগঠনের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে চুয়েটের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ব্যাপারে আমরা একমত হয়েছি। চুয়েট সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে চুয়েটের উন্নয়নে কাজ করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভা শেষে চুয়েট কর্মকর্তা সমিতির পক্ষ থেকে চুয়েট সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *