চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক প্রতিযোগিতার নিবন্ধন শুরু

সাঈদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)-এ আইইইই চুয়েট ডব্লিউ আই ই এফিনিটি গ্রুপ কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় টেক কম্পিটিশনের নিবন্ধন শুরু হয়েছে। ২৮জুলাই থেকে “টেক স্পার্ক পাওয়ার্ড বাই গিগাটেক লিমিটেড” শীর্ষক এই প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশন শুরু হয়।

শিক্ষার্থীদের টেক-ফিল্ডে সৃজনশীল কাজে উৎসাহিত করে তোলা এবং সেই সাথে গবেষণামূলক কাজে আগ্রহী করে তোলাই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি দুইটি ক্যাটাগরিতে বিভক্ত -আর্টিকেল রাইটিং এবং প্রজেক্ট ভিডিও কনটেস্ট। আর্টিকেল রাইটিং এ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককভাবে এবং প্রজেক্ট ভিডিও কনটেস্টে দলগতভাবে অংশ নিতে পারবে। আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে প্রতিযোগীকে রাইটিং স্ট্রাকচার অর্থাৎ নির্দিষ্ট বিষয়বস্তু দিয়ে দেয়া হবে। এক্ষেত্রে কোনো টিম গঠন করা যাবে না।

আয়োজকরা জানান, প্রজেক্ট ভিডিও কনটেস্টে একজন প্রতিযোগিকে ফাইনালে যেতে হলে দুইটি ধাপ অতিক্রম করতে হবে। প্রিলিমিনারি রাউন্ড এবং সেমিফাইনাল রাউন্ড। প্রিলিমিনারি রাউন্ডের জন্য ৩০০ শব্দের সারাংশ জমা দিতে হবে। সেমিফাইনালে সিলেক্টেড টিমের ভিডিও সাবমিট করতে হবে এবং ফাইনালে সেমিফাইনাল রাউন্ডের বিজয়ীরা অনলাইন প্লাটফর্মে বিচারকদের সামনে প্রেজেন্টেশন দিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। পুরো অনুষ্ঠানের প্রচার সম্পাদনা এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চুয়েটনিউজ২৪.কম,বাংলা রেডিও ৯৫.২ এফএম। স্পন্সর হিসেবে সাথে থাকছে দেশের বৃহত্তম প্রাইভেট সেক্টর গ্রুপ গিগাটেক, ই-লার্নিং পার্টনার হিসেবে থাকছে বহুব্রীহি এবং ইন্টারেক্টিভ কেয়ারস এবং টেকনিক্যাল পার্টনার আইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *