শাওনের ঘাতকদের আজীবন ছাত্রত্ব বাতিলের দাবিতে চুয়েটে গণস্বাক্ষর কর্মসূচি

cuetnews24

চুয়েটনিউজ২৪ডেস্কঃ 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর কম্পিউটার প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের (১১-ব্যাচ) শিক্ষার্থী মুক্তাদির শাওনকে মারার প্রতিবাদে গত দুইদিন ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের (১১-ব্যাচ) সকল শিক্ষার্থী। এই সময় তারা মৌণ মিছিল ও মানববন্ধন করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট একটি স্মারকলিপি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্যে বলে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত কাজে সাহায্য করার জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানান এবং প্রশাসনের উপর আস্থা রাখার জন্য বলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনের উপর আস্থা রেখে আজ ক্লাসে ফিরে যায়। কিন্তুু সুষ্ঠ বিচার না পাওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে বলে জানায়। কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১২:৪০ মিনিটে তারা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করে এবং শাওনের ঘাতকদের আজীবন ছাত্রত্ব বাতিলের দাবিতে গণস্বাক্ষর নেয়।

তারিখ – ৪.১০.১৬