চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্র্যাকের আরবান ইনোভেশন চ্যালেঞ্জ

14606555_303663496687753_8974806453414182421_n

নিজস্ব প্রতিবেদক : “আপনার শহর আপনার সমাধান” এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে   URBAN INNOVATION CHALLENGE -2016 ।

আমাদের দেশের শহরগুলোতে  স্বাস্থ্য , চিকিৎসা, পরিবহন সহ নানা খাতে  সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের উদ্দেশ্যকে  সামনে রেখেই এই চ্যালেঞ্জ। শহরের জনগোষ্ঠীর জন্য সুলভ ও সহজলভ্য  স্বাস্থ্য সেবা , উন্নত পরিবহন ব্যবস্থা  এবং দিনমজুর ও মাঠ পর্যায়ের শ্রমিকদের জন্য উন্নত কর্মক্ষেত্র  এই তিন ক্যাটাগরিতে আইডিয়া জমা দিতে হবে । বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী , চাকুরীজীবী এবং তরুণ উদ্যোক্তা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে । প্রতি দলের সর্বোচ্চ   সদস্য ৪ জন।  সারাদেশ থেকে বাছাই প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় আইডিয়াটিকে আর্থিক অনুদানের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ দেয়া হবে।মূলত অনলাইনের মাধ্যমে(unic.brac.net) আইডিয়া জমা দিতে হবে ।

 আগামী ১৪ নভেম্বর  চুয়েটের পশ্চিম গ্যালারীতে এই আয়োজনের  একটি সেমিনার  অনুষ্ঠিত হবে । সেমিনারটি   সকলের জন্য উন্মুক্ত ।