বিটুমিনের ব্যবহার কমাবে লিগনিন

রাসেদুল ইসলাম

রাস্তা তৈরিতে অপরিশোধিত তেল তথা বিটুমিনের সাথে  লিগনিন(প্লান্ট মলিকুল)  ব্যাবহার করলে  পরিবেশবান্ধব ও অধিক কার্যকরী রাস্তা নির্মাণ সম্ভব। সম্প্রতি অনুষ্ঠিত ২৪৯তম ন্যাশনাল মিটিং অ্যান্ড এক্সপোজিশন অফ দা অ্যামেরিকান কেমিক্যাল সোসাইটি তে এমনটাই জানিয়েছেন নেদারল্যান্ডের গবেষক টেড স্লাঘিক। তিনি জানান লিগনিন হচ্ছে নবায়নযোগ্য উৎস যা উদ্ভিদে তৃতীয় শক্তি হিসেবে শুস্ককরনের কাজটি করে থাকে।এটি উদ্ভিদ থেকে পানি বের করে দেয় এবং প্ল্যান্ট বায়োম্যাটার গুলোকে একসাথে যুক্ত করে যেমনটি করে থাকে সেলুলোজ। এটি কাগজ তৈরির কারখানায় বর্জ্য হিসেবে উৎপাদিত হয় এবং বিশ্বব্যাপী এর গড় উৎপাদন বাৎসরিক পঞ্চাশ মিলিয়ন টন বা তারও বেশি। এই বিপুল পরিমান বর্জ্য জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় । সাধারণত এ বিদ্যূৎ দিয়ে পেপার মিল চলে। কিন্তু লিগনিন জ্বালালে তা পরিবেশে কার্বন নি:সরণসহ নানাভাবে পরিবেশকে দূষিত করে ।

বিটুমিনের সাথে লিগনিনের বৈশিষ্ট্যগত অনেক মিল বিদ্যমান যেমন বিটুমিনের মতই লিগনিন হচ্ছে অনেকগুলো কার্বন রিং দ্বারা গঠিত বড় অনু । কিন্তু লিগনিন অন্যন্য পলিমার অ্যাডিটিভের মত বিটুমিনের সাথে শুধু মেশালেই হবে না বরং তা মেশাতে হবে নির্দিষ্ট মলিকুলার লেভেলে।  এভাবে যোগ করে অর্ধেক বা তারও বেশি বিটুমিনের ব্যবহার কমানো যায় বলে জানান স্লাঘিক।

এছাড়াও এ বিটুমিন লিগনিন মিশ্রণ তাপমাত্রা নিয়ন্ত্রন ও স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে।

সূত্র : সায়েন্স ডেইলি

তারিখ -২৫/৪/২০১৫