বঙ্গবন্ধু হল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চট্টগ্রাম

IMG-20160110-00416
ম্যান অফ দ্যা ম্যাচ মোঃ শাহিনুর ইসলাম ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট আব্দুল্লাহ-আল-নোমান

টুর্না

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

বঙ্গবন্ধু হল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে(২০১৫-১৬) চ্যাম্পিয়ন হয়েছে পাইরেটস অফ চিটাগং। আজ টুর্নামেন্টের ফাইনালে তারা ঢাকা ডিনামাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সকাল ১১ টায় বঙ্গবন্ধু হলের খেলার মাঠে শর্টপিচ ভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু হলের চতুর্থ বর্ষের(১১-ব্যাচ) ছাত্রদের নিয়ে মোট ৬টি দলের অংশগ্রহণে গত ১১ডিসেম্বর ২০১৫ হতে এই টুর্নামেন্ট শুরু হয়। দলগুলো হল চট্টগ্রাম,ঢাকা,খুলনা,রংপুর,রাজশাহী ও সিলেট। দল গুলোর অংশগ্রহণে পুরো টুর্নামেন্ট জুড়ে মোট ২০টি খেলা অনুষ্ঠিত হয়।প্রতিটি দলে খেলোয়াড় সংখ্যা ছিল নয় জন করে।ফাইনাল ম্যাচে অসাধারন বোলিং করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন পাইরেটস অফ চিটাগংয়ের মোঃ শাহিনুর ইসলাম। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান ও উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন একই দলের আব্দুল্লাহ-আল-নোমান। এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক কমিটির পক্ষে তানভীর হান্নান বলেন, ১১ ব্যাচের বন্ধুদের মধ্যে পারস্পরিক সুসর্ম্পক ও সম্প্রীতি বাড়ানো এবং মাদক ছেড়ে খেলাধুলার প্রতি উৎসাহ দিতেই আমাদের এ আয়োজন।এ সময় তিনি চুয়েটের সকল ছাত্র হলের দলগুলোর অংশগ্রহণে আন্তঃহল শর্টপিচ টুর্নামেন্ট আয়োজনের কথা বলেন।
উল্লেখ্য,২০১৩ সালে বঙ্গবন্ধু হল প্রিমিয়ার লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল।

তারিখ:১০ জানুয়ারি,২০১৬