প্রতিযোগিতা যখন ক্যারিয়ার গড়ার

02a

চুয়েটনিউজ২৪ডেস্ক :
সবাই স্বপ্ন দেখে জীবনে একটি কাংখিত ক্যারিয়ার গড়তে । কিন্তু কয়জনই বা পারে তাদের স্বপ্নকে সত্যি করতে ?
তাই শিক্ষার্থীদের কাংখিত লক্ষ্যে পৌছানোর জন্য সঠিক দিক নির্দেশনা দিতে নিরলস কাজ করে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘চুয়েট ক্যারিয়ার ক্লাব’ । তারই ধারাবাহিকতায় ক্লাবটি গত বৃহস্পতিবার চুয়েটে ‘ট্যালেন্ট হান্ট-২০১৭’ শিরোনামে এক প্রতিযোগিতার আয়োজন করে। তিনদিন ব্যাপী এই আয়োজনে প্রকৌশল সর্ম্পকিত বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি ছিলো সেমিনার ও প্রেজেন্টেশন।

মূলত শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন প্রতিভাগুলো কাজে লাগানোই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় চুয়েটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ভবন নির্মাণ ও নকশা তৈরির অপরিহার্য ড্রয়িং সফটওয়ার ‘অটোক্যাড ড্রয়িং’, কম্পিউটার প্রোগ্রামিং , জটিল সার্কিট সমাধানের উপর বাস্তবর্নিভর পরীক্ষায় অংশ নেয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রেজেন্টেশন ও বিষয়ভিত্তিক কুইজের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়েট উপচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম চুয়েট ক্যারিয়ার ক্লাবকে সাধুবাদ জানিয়ে বলেন,‘ ক্যাম্পাসে এ ধরনের আয়োজন আরো হওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের আয়োজনের পাশে থাকবে।’

অনুষ্ঠানের শেষদিন ‘ক্যারিয়ার ও ইমপ্লয়মেন্ট’ র্শীষক একটি সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে বাংলাদেশ ও বিশ্ববাজারে প্রকৌশলীদের চাকুরির ক্ষেত্রগুলো তুলে ধরা হয় ।

bDSC_5317_edited                                       ছবি  : প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ ।

প্রথমবারের মতো এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে সাধারন শিক্ষার্থীরাও দারুন খুশী । প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলো পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ , তিনি বলেন ‘ জীবনের প্রথমবারের মতো অটোক্যাডে ড্রইং ও রুবিকস কিউব মিলানোর প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এখানে এসে অনেক নতুন বিষয় শিখতে পেরেছি ।’
চুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার জাহান সোহাগ বলেন , ‘ বিশ্ববিদ্যালয়ের প্রথাগত পড়াশোনা হয়তো ভালো রেজাল্ট এনে দিতে পারে কিন্তু চাকুরিক্ষেত্রে অবশ্যই ভালো পেশাগত দক্ষতা থাকতে হবে। তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চুয়েট ক্যারিয়ার ক্লাব কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।’

04a                                      ছবি   : কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায়  ব্যাস্ত শিক্ষার্থীরা ।