নানা আয়োজনে চুয়েটে ছাত্রলীগের শোকাবহ আগস্ট পালিত

চুয়েটনিউজ২৪ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বাংলাদেশ ছাত্রলীগ, চুয়েট শাখার উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালিত হল।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে উপলক্ষ্যে ৮দিন ব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়।

২২ আগস্ট থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য কর্মসূচীর মধ্যে ছিল  ক্রিকেট টুর্নামেন্ট,  কালো পতাকা মিছিল ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের প্রতীকী ফাঁসি প্রদান,   কুইজ প্রতিযোগিতা,  উপস্থিত বক্তৃতা,  চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতি।

কর্মসূচীর সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকেরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দিন আহমেদ চৌধুরী এবং বিশেষ বক্তা ছিলেন প্রকৌশলী চন্দন কুমার দাশ।