ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জে চুয়েট শিক্ষার্থীদের সাফল্য

আতাহার মাসুম তারিফ ও সৈয়দ তাহমিদ হোসেনঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) “দল স্বাধীন” প্রথমবারের মত চট্টগ্রামে অনুষ্ঠিত ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ-২০১৮’ প্রতিযোগিতায় ১ম রানার্স-আপ হয়।

প্রতিযোগীতায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রতিযোগীরা নিজেদের উদ্ভাবিত সামাজিক কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।

ইউএনডিপি বাংলাদেশ,ফেসবুক,স্টার্ট আপ বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের একদল বিচারকের পরীক্ষা-পর্যবেক্ষণে প্রতিযোগীতায় বিচার কাজ সম্পন্ন হয়।

বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যথেকে চুয়েটের “দল স্বাধীন” ১ম রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

যন্ত্রকৌশল বিভাগের ‘১৬ ব্যাচের মাহাদি হাসান,তাহসিন রিয়াসাদ,মুসায়েব রহমান আলবি তিনজনই দল স্বাধীনের হয়ে প্রতিযোগিতায় লড়ছেন।
তাদের ২৫০০ ইউএস ডলার প্রাইজমানি দেয়া হয়।

তাহসিন রিয়াসাদ বলেন,ইউ এন ডি পি, ফেইসবুকের মতো বড় প্রতিষ্ঠানের সাথে একসাথে কাজ করার সুযোগ পেয়ে আমি একই সাথে অনেক অানন্দিত এবং গর্বিত। আমরা ইউ এন ডি পির অর্থায়নে আমরা আমাদের প্রোজেক্ট বাস্তবায়ন করতে চাইএবং অান্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে চাই ।আমাদের এই অর্জন কেবল ব্যক্তিগত নয় বরং সম্পূর্ণ চুয়েটের।

০৭.১২.২০১৮