চুয়েট সাংবাদিক সমিতির একযুগ পূর্তি

চুয়েনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘চুয়েট সাংবাদিক সমিতি’ তার গৌরবজ্জ্বল এক যুগ পার করলো। এই উপলক্ষে গত ১৬ ডিসেম্বর সকাল দশটায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চুয়েটের শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে গোলচত্ত্বরে গিয়ে শেষ হয়।

এরপর বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

যুগপূর্তি অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যান উপ-পরিচালক মোহাম্মদ তারেকুল আলম এবং মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ তাহমিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রকৌশলবিদ্যার ব্যস্ত সময়সূচীর মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদচর্চা ধরে রাখার জন্য চুয়েট সাংবাদিক সমিতিকে সাধুবাদ জানান।

উল্লেখ্য যে, ২০০৬ সালের ১৬ ডিসেম্বর চুয়েট সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

তারিখ- ১৬/১২/২০১৮ ইং।