চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি লরেল, সম্পাদক রিয়াদ

আতাহার মাসুম তারিফ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিতার্কিকদের সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সভার ২০১৯-২০ কার্যকরী কমিটি (১৫ ব্যাচ) ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তড়িৎকৌশল বিভাগের তানভীর আহমেদ লরেল এবং সাধারণ সম্পাদক হিসাবে কম্পিউটারকৌশল বিভাগের রাফিউর রহমান রিয়াদ।

এছাড়া নতুন কমিটিতে সহসভাপতি হিসাবে সাদিয়া ইসলাম তৃণা,সায়েদা সুয়াইবা আনোয়ার,আসিফ মোজতাবা ইফতি,সাইফ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে তানজীম হোসাইন,সহ-সাধারণ সম্পাদক হিসাবে শারাহ্ মেহ্জাবীন লামিয়া, বাসেল আহমেদ শাবাব,সাংগঠনিক সম্পাদক হিসাবে আবুল মোহাম্মদ রাফিউল আলম,যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসাবে সাদিয়া হোসাইন হৃদি,সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ আবতাহি,ফারাহ খান বাধন,অর্থ সম্পাদক হিসাবে ফাহিম তালুকদার আকাশ, যুগ্ম অর্থ সম্পাদক হিসাবে শুনান মাশরুর মিকদাত,সহ অর্থ সম্পাদক হিসাবে নুরুল মোমিন রিসাত,সাইফুর রাহমান নাফিস, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আদিব ইবনে হাসান,ইফানুল হক ইফতি, ডিজাইন ও ডেকোরেশন বিষয়ক সম্পাদক আলি আমজাদ তপু,মাহির ফয়সাল রাহাত,প্রোগ্রাম প্ল্যানিং বিষয়ক সম্পাদক মোহাইমিনুল ইসলাম সার্থক,প্রচারণা সম্পাদক তানভির আরাফ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আদৃতা বড়ুয়া, লাইব্রেরি বিষয়ক সম্পাদক নবনিতা সাহা,জনসংযোগ বিষয়ক সম্পাদক এহতেশামুল কবির পান্থ,ফটোগ্রাফি বিষয়ক সম্পাদক সৌরভ সরকার,আর্কাইভ সম্পাদক হিসাবে জুবায়ের রহমান,সামিউল হক অতুল,শর্টফিল্ম বিষয়ক সম্পাদক রাহুল বিশ্বাস, দপ্তর সম্পাদক তাসনিমাতুল জান্নাহ্ সামিরা নির্বাচিত হয়েছেন।

বিদায়ী কমিটির সভাপতি স্বপ্নীল মিত্রার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রকল্যাণ উপ-পরিচালক হুমায়ুন কবির,নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক শাহাজাহান রতন, আইটি’র সহকারী অধ্যাপক ড. সৈয়দ আবু নাহিয়ান, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজীব পাল,মানবিক বিভাগের প্রভাষক নাহিদা সোলতানা চৈতী।

নব নির্বাচিত সভাপতি বলেন “নতুন কমিটির প্রত্যেকটা সদস্য সংগঠনের দায়িত্ব পালনে সদা প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সর্বাত্মক সহযোগিতায় আশা করি সংগঠনের ভাবমূর্তি রক্ষা করে আগামী এক বছর সংগঠনের গঠনমূলক সকল কাজ সাফল্যের সাথে করে যেতে পারব।”