চুয়েট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অটোক্যাড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ শনিবার ‘অটোক্যাড সফটওয়্যার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়েট ক্যারিয়ার ক্লাব ‘সিম্পোজিয়াম-১’ নামের দিনব্যাপী এই কর্মশালাটির আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও পশ্চিম গ্যালারীতে শনিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ কর্মশালাটির উদ্বোধন করেন।

দিনব্যাপী এই কর্মশালাটি পরিচালনা করেন বেসরকারি প্রতিষ্ঠান ‘ইঞ্জিনিয়ার্স হোম’ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া এবং ক্যারিয়ার ক্লাবের সহ সভাপতি মোঃ মাহফুজুর রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ৭০ জন শিক্ষার্থী অংশ নেন।

এই ব্যাপারে চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি কাজী হাসান সাকিব বলেন, কর্মশালায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য অটোক্যাড সফটওয়্যারটি হাতে-কলমে শেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক ও পেশাগত জীবনে উপকৃত হবেন।