চুয়েটে ২১ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু

নাজমুস সাকিব:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে । অনলাইনের মাধ্যমে এ আবেদন করা যাবে ০৩ অক্টোবর বিকাল ৪:৩০ পর্যন্ত।

চারটি অনুষদের ১০টি বিভাগের মোট ৭০০টি আসনের বিপরীতে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম ১০০০০ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে ।

ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীকে শুধুমাত্র ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে এবং গণিত ,পদার্থবিজ্ঞান ,রসায়ন ও ইংরেজি এই চার বিষয়ে কমপক্ষে মোট জিপিএ ১৮.৫০ পেতে হবে।

অংশগ্রহণকারী যোগ্য শিক্ষার্থীদের তালিকা ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে । ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০১ নভেম্বর। পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে কোন প্রশ্ন থাকবে না। ১৬ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে । । বিস্তারিত তথ্য http://web.cuet.ac.bd/admission2017 এই ওয়েব ঠিকানায় পাওয়া যাবে।

১৮/০৯/২০১৭ ইং