চুয়েটে জয়ধ্বনির ‘হিম উৎসব’

20180130093227

মনির হোসাইন :

শীতকে বরণ করে নিতে গত ২৯শে জানুয়ারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) আয়োজিত হয় হিম উৎসব -২০১৭ । বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতাচত্বরে উৎসবটির আয়োজন করে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’। অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার বিকালে পিঠা উৎসবের মাধ্যমে মূলত হিম উৎসবটি শুরু হয়। চিতই, ভাঁপা, পুলি, পাক্কন পিঠাসহ হরেক রকমের স্থানীয় ঐতিহ্যবাহী পিঠার সমাহার বসে এ পিঠা উৎসবে । এ সময় উৎসবে উপস্থিত শিক্ষার্থীরা স্টল থেকে নিজেদের পছন্দসই পিঠা কিনে নেন ।

পরবর্তীতে শিক্ষার্থীদের পাঠানো অনুকাব্য নিয়ে প্রদর্শনী উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ,থিয়েটার,মাটির গানের আসর ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি উদযাপিত হয়।

উৎসব উদযাপন সম্পর্কে ‘জয়ধ্বনি’ সংগঠনটির সভাপতি তানভীর হক তুহিন বলেন,ক্যাম্পাসে একটি খুশির আমেজ সৃষ্টি ও শীতের আবাস দিতে গত বছরের ‘পৌষ উৎসব-১৪২৩’এর ন্যায় এ বছর ‘হিম উৎসব-১৪২৪’ আয়োজনের চেষ্ঠা করেছি। উৎসবটি আয়োজনের জন্য বড় ভাইয়েরা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শীত উপলক্ষে এ ধরনের উদযাপিত উৎসব আমাকে প্রধানত অনুপ্রেরণা জাগিয়েছে ।

তারিখঃ৩০/০১/২০১৮ ইং