চুয়েটে রোবট দৌড়ে বিজয়ী সাস্ট প্লাস প্লাস

 গোলকধাঁধা সমাধানে ব্যাস্ত রোবট
গোলকধাঁধা সমাধানে ব্যস্ত রোবট

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবট বিষয়ক সংগঠন রোবোমেকাট্রনিক্স অ্যাসোসিয়েশনের(আরএমএ) উদ্যোগে আজ অনুষ্ঠিত হল রোবট দৌড় প্রতিযোগিতা রোবোরেস রোবোমাফিয়া-২০১৬। এর আগে ২০১২ ও ২০১৩ সালেও সফলভাবে রোবোরেসের আয়োজন করেছিল আরএমএ। তবে এবারের রোবট দৌড় প্রতিযোগিতাটি ছিল অন্যান্যবারের তুলনায় একটু ব্যতিক্রম । বাংলাদেশ সিক্রেট  সার্ভিস ও বাংলাদেশ ইন্টেলিজেন্স এজেন্সি নামে দুটি দলে বিভক্ত হয়ে রোবটগুলো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নক আউট রাউন্ডের তীব্র প্রতিযোগিতায় অংশ নেয় ২১টি টিম । এদের মধ্যকার বিজয়ী দলগুলো চলে কোয়ার্টার ফাইনালে এবং সেখান থেকে সেমিফাইনাল রাউন্ডে ।

ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষা বিশ্ববিদ্যালয়ের দল উইনরার-০৯  ও  এর শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল সাস্ট প্লাস প্লাস । উইনরার-০৯ কে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব জিতে নেয় সাস্ট প্লাস প্লাস। প্রতিযোগিতা সম্পর্কে আরএমএ-এর সভাপতি প্রদীপ্ত সাহা বলেন, বুদ্ধিমান রোবটটাই বুদ্ধির জোরে বিজয়ী হবে এবং সবার কাছে স্বীয় বুদ্ধিমত্তা তুলে ধরবে।

তারিখ: ০৮.০১.২০১৬