চুয়েটে মেকার ফেস্ট অনুষ্ঠিত

2

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের তৈরি প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হয়েছে মেকার ফেস্ট। বিশ্বব্যাংক ও উদ্যোক্তা সহায়তাকারী প্রতিষ্ঠান বেটার স্টোরিজ এর আয়োজনে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে  এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় চুয়েটের শিক্ষার্থীদের তৈরি ভয়েস কমান্ডিং রোবট, সেল্ফ ব্যালান্সিং রোবট ,লাইন ফলোয়ার রোবট, কোয়াড্রোকপ্টার ড্রোন ও অটোমেটেড হোম সিস্টেমের প্রকল্প প্রদর্শন করা হয়। এছাড়াও প্রদর্শনীর আগে চুয়েটে ফ্যাব্রিকেশন ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, উদ্ভাবনী মেলার মতো সৃষ্টিশীল আয়োজন নতুন উদ্ভাবক, গবেষক ও বিজ্ঞানীদের জন্য ইতিবাচক। তরুন প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা এখানে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ তুলে ধরতে পারেন। এছাড়াও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, কম্পিউটার কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং তড়িত ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এছাড়াও মেকার ফেস্টের সহসমন্বয়ক ইরাদ কাওসার ও চুয়েট মেকার ফেস্ট এর  সহ সমন্বয়ক ফারহানা ইসলাম।।

#তারিখ -১৭.৫.১৬