চুয়েটে চলছে মোবাইল অ্যাপ তৈরির কর্মশালা

mobile-appsনিজস্ব প্রতিবেদক//  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলছে মোবাইল অ্যাপস তৈরী প্রশিক্ষণ কর্মশালা। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘ জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষণ ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন’ কর্মসূচীর অধীনে গত রবিবার থেকে শুরু হওয়া এ কর্মশালা চলবে তিনমাস। চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের মাল্টিমিডিয়া ল্যাবে প্রতি সপ্তাহে তিনটি ক্লাশ অনুষ্ঠিত হবে। কর্মশালাটির তত্ত্বাবধায়ক কম্পিউটার প্রকৌশল  বিভাগের শিক্ষক মোহাম্মদ সাফায়েত আরেফিন জানান, ‘ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করে ২০০ জন। এদের মধ্যে থেকে অনলাইন পরীক্ষার মাধ্যমে ৫০ জনকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে।’ প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহযোগিতায় রয়েছে Ethics Advanced Technology Limited (EATL) । প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অনুমোদিত সনদপত্র দেওয়া হবে।

তারিখ.১৭/০২/১৫