চুয়েটে গ্রিন ফর পিসের উদ্যোগে ডাস্টবিন স্থাপন ও ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচী

IMG_8960

আতাহার মাসুম তারিফ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের উদ্যোগে ডাস্টবিন স্থাপন ও ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচীটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড.মোহাম্মদ মশিউল হক, গ্রিন ফর পিসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, গ্রিন ফর পিসের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মাদ রিয়াজ আক্তার মল্লিক এবং কম্পিউটার কৌশল বিভাগের প্রভাষক অনিমেষ চন্দ্র রায়।

এই ব্যাপারে গ্রিন ফর পিসের সভাপতি শাহাদাত-উজ-জামান সিক্ত বলেন, লিখিত দরখাস্তের পর প্রশাসন আটটি ডাস্টবিন সরবরাহ করে। ডাস্টবিনগুলো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে। ডাস্টবিনের সংখ্যা কম হবার কারণে পরবর্তী সময়ে আরও কিছু ডাস্টবিন সরবরাহের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তারিখঃ ০৪/০১/২০১৮ ইং