চুয়েটে উৎসবমুখর আয়োজনে পালিত হল তড়িৎকৌশল দিবস

ইইই দিবসের আনন্দ র‌্যালি
ইইই দিবসের আনন্দ র‌্যালি

মোঃ আবু বকর ছিদ্দিক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে পালিত হল তড়িৎকৌশল দিবস-২০১৫।তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আয়োজনে সকাল ১০ টায় র‌্যালীর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।এরপর শুরু হয় উদ্ভোধনী অনুষ্ঠান।এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।প্রধান অতিথির বক্তব্যে চুয়েট উপাচার্য বলেন“তড়িৎ প্রকৌশলীদের হাত ধরেই আগামী ভবিষ্যত গড়ে ওঠবে। তাই সমৃদ্ধ দেশ গড়তে তাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”এসময় আরো উপসি’ত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক রফিকুল আলম ও তড়িৎকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ কামরুজ্জামান।
এরপর আয়োজিত সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন হোয়াই টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ফিল্ড অপারেশন ম্যানেজার প্রকৌশলী সুমন দাশ।এ সময় তিনি যোগাযোগ প্রযুক্তি খাতে বর্তমান চাকরির বাজার সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এ ছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল নবীন বরণ, বিদায় সংবর্ধনা, ওয়ার্কশপ, সার্কিট চ্যালেঞ্জ, গেমিং প্রতিযোগিতা,প্রজেক্ট শো,প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

তারিখ:১৯/০৫/২০১৫