চুয়েটে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সেমিনার

[one_fourth_last]Boot Camp4

রাফাত হাসান দিগন্তঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ২৪ সেপ্টেম্বর রবিবার ‘Entrepreneurship Boot Camp’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পিএমই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার্স (আই-ইইই), চুয়েট শাখা।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিপোলার অটোমেশন টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির রাজু। তিনি বলেন, উদ্যোক্তার গণ্ডি এখন শুধুমাত্র বিবিএ, এমবিএ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ নেই। দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য তরুণ প্রকৌশলীদের সফল উদ্যোক্তা হতে হবে।

এসময় তিনি প্রকৌশল শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও উদ্যোক্তা হওয়ার প্রতিবন্ধকতা উত্তরণের নানা দিক নিয়ে তিনি আলোচনা করেন।

অনুষ্ঠানটির আয়োজক আই-ইইই চুয়েট শাখার প্রধান সাজন দাস এই ব্যাপারে চুয়েটনিউজ২৪ কে বলেন, চুয়েটের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার প্রেরণা দেওয়াই ছিল এই সেমিনারেরে লক্ষ্য। আশা করছি সেমিনারটির মাধ্যমে তারা সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে।

তারিখঃ ২৬/০৯/১৭ ইং